প্যারাডক্স দারুণ একটি বিষয়, আবার একটু হ-য-ব-র-ল।
প্যারাডক্স ইংরেজি শব্দ। এর বাংলা প্রতিশব্দ আপাত বিরোধী। প্যারাডক্স আসলে এমন একটি বিষয় যেখানে কোনো অনন্য সিদ্ধান্তে আসা যায় না, সত্য আবার সত্যও নয়।
বিজ্ঞান এবং গণিতে প্যারাডক্স খুবই মজার একটি জিনিস। আমি কিছু উদাহরণ দিয়ে প্যারাডক্স জিনিসটা কী তা বুঝানোর চেষ্টা করবঃ-
প্রথমে বিজ্ঞানের বিষয়েই বলি,
ধর, তুমি একটা টাইম মেশিন বানালে, যা দিয়ে অতীতে যাওয়া যায়। খুবই চমৎকার। তো তুমি আনন্দে উৎফুল্ল হয়ে, ভাবছ প্রথমে কোন সময়ে যাওয়া যায়… অনেক্ষণ ভাবার পর তুমি ঠিক করলে তোমার মরহুম দাদার বাল্যকালকে দেখে আসবে এবং তার সাথে একটি সেলফি তুলে আসবে😉। কিন্তু এখন তুমি উনার বাল্যকালের সময়ে গিয়ে যখন তোমার দাদাকে নিজের পরিচয় বললে তিনি ভুল বুঝে তোমার ঝগড়া শুরু করে দিলেন, একপর্যায়ে তিনি তোমাকে একটি ছুড়ি দিয়ে মারতে আসলেন, আর তুমি নিজেকে বাঁচাতে তোমার দাদাকে ভুলবশত মেরে ফেললে, তাহলে তুমি আসলে কোথা থেকে। তো এটা একটা প্যারাডক্স।
এখন বলি প্যারাডক্স সম্পর্কেঃ-
নিচের সেটটি দেখ,
A = {x : x not belongs to A}
অর্থাৎ A সেটে A নিজেই নিজের সদস্য নয়। সাধারণভাবে তা ঠিক আছে। কারণ কোনো সেট সাধারণত নিজের নিজের উপাদান নয়।
কিন্তু আমরা যদি এখন বলি, চিন্তাজগতের সকল কিছুর সেট A, তাহলে A সেট সম্পর্কে চিন্তা করাটাও কিন্তু A সেটের উপাদান। তাহলে কিন্তু বলা যায় এটাও একটা প্যারাডক্স।
তো এই হলো প্যারাডক্সের সহজ বর্ণনা। আশা করি এখন প্যারাডক্স কী সেটা পরিষ্কারভাবে বুঝেছেন।
বাই বাই (ইংলিশ স্টাইল)। আসসালামু আলাইকুম (মুসলমানের স্টাইল)।
