জনসংখ্যার সম্ভাবনা

জনসংখ্যা বেশি থাকাকে আমরা সম্ভাবনা হিসেবে ধরতে পারি তবে সার্থকতা হিসেবে নয়।

জনসংখ্যা বেশি হলে সেখানে মেধা বেশি  থাকার সম্ভাবনা বেশি। আবার মেধাশূন্যও থাকতে পারে। একইসাথে জনসংখ্যা কম থাকলে সম্ভাবনা কম। তবে সার্থকতা বেশি। কারণ সেখানে ম্যানেজমেন্ট তুলনামূলক সহজ। আবার মেধাও থাকতে পারে।

গণিতও আমাদের একই কথা বলে। আমি সম্ভাবনা বা Probality-র কথা বলছি। তাই বলা যায় একটা দেশের জনসংখ্যা কমও ভালো নয় আবার বেশিও ভালো নয়। উভয়েরই কিছু অসুবিধা আছে। ইটালিতে যেমন জনসংখ্যা ঘাটতি, বাংলাদেশে তেমন জনসংখ্যার আধিক্য। বিপরীত। তাই একটি দেশের মূল সম্পদ জনসংখ্যা ব্যাবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি, একচুলও হেলাফেলা করলে পরে অনেক কষ্ট করতে হয়। 

আজ তাহলে যাই। আসসালামু আলাইকুম।


এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.